BRAKING NEWS

চুড়াইবাড়িতে এফসিআই গুদামে অগ্ণিকান্ড, পুড়ে ছাই খাদ্য সামগ্রী

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৯ এপ্রিল৷৷ অসমের সীমান্তঘেঁষা উত্তর ত্রিপুরার প্রবেশদ্বার চোরাইবাড়িতে অবস্থিত ভারতীয় খাদ্য নিগম (এফসিআই)-এর গুদামে বিধবংসী অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ আগুনে ছাই হয়ে গেছে গুদামে মজুত চাল ও অন্য খাদ্য সামগ্রী৷


ঘটনার বিবরণ দিয়ে এফসিআই গুদামের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রঞ্জিত চক্রবর্তী জানান, প্রতিদিনের মতো আজ (বুধবার) সকালে তিনি অন্য কর্মচারীদের সঙ্গে এসে গুদামের মূল দরজা খুলেঘটনাটি দেখে আঁতকে ওঠেন৷ তাঁরা দেখেন গুদামের ভিতরে মজুত চাল, ডাল, আটা ইত্যাদি খাদ্য সামগ্রীর বস্তায় আগুন জ্বলছে৷ তৎক্ষণাৎ খবর দেওয়া হয় অগ্ণিনির্বাপক বাহিনীকে৷


খবর পেয়ে দুটি ইঞ্জিন নিয়ে অগ্ণিনির্বাপক বাহিনী দ্রুত অকুস্থলে উপস্থিত হয়ে অনেকক্ষণ কসরত করে আগুন নিয়ন্ত্রণে আনে৷ এ ঘটনায় অনেক বড় বিপদ থেকে গোটা চোরাইবাড়ি এলাকা আজ রক্ষা পেয়েছে বলে মনে করছেন গুদাম ইনচার্জ৷ রঞ্জিত চক্রবর্তী জানান, অগ্ণিনির্বাপক বাহিনীর তৎপরতায় গুদামের কোনও ক্ষতি হয়নি৷ তবে আগুন নেভাতে গিয়ে দমকলের জলে প্রায় সব খাদ্য সামগ্রী নষ্ট হয়ে গেছে৷ প্রায় দু লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাঁর প্রাথমিক ধারণা৷ এদিকে অগ্ণিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট না হলেও. পুলিশের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগের ফলেই গুদামে আগুন ধরেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *