নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি. স.) : ব্যাংকের ঋণ খেলাপিদের প্রসঙ্গে পাল্টা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর।ঋণ মকুব করা ও ঋণের রাইট অফের মধ্যে ফারাক বুঝতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম এর কাছে টিউশন নেওয়া উচিত রাহুল গান্ধী বলে দাবি করেছেন তিনি।
বুধবার নিজের টুইট বার্তায় প্রকাশ জাভরেকর লিখেছেন, ৬৮ হাজার কোটি টাকার ঋণ মকুব করে দেওয়ার যে অভিযোগ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করেছেন, তা পুরোপুরি অসত্য। কারও এক পয়সাও ঋণ মকুব করা হয়নি। ঋণের রাইট অফ করা মানে ঋণ মকুব নয়।
আমানতকারীদের কাছে ব্যাংকের আসল ছবিটি তুলে ধরার জন্যই রাইট অফ করা হয়েছে।এতে করে ঋণ আদায়ের থেকে কোনমতেই পিছুপা হবে না ব্যাংক। নীরব মোদীর সম্পত্তি প্রথমে বাজেয়াপ্ত এবং পরে নিলাম করা হয়। সেটি গোটা দেশবাসী দেখেছে। একইভাবে বিজয় মল্যের কাছেও আর কোন উপায় নেই। হাইকোর্ট তার আবেদন খারিজ করে দিয়েছে।