BRAKING NEWS

করোনায় আক্রান্তের সংখ্যা ৩২ হাজারের কাছাকছি পৌঁছল

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি. স) :  দেশজুড়ে করোনা তার মারণ দৌরাত্ম্য জারি রেখেছে। আক্রান্তের সংখ্যা ৩২ হাজারের কাছাকাছি চলে গিয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ১০০৮। বুধবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে আক্রান্তদের মধ্যে ১১১ জন বিদেশি নাগরিক রয়েছে। ভাল খবর এই যে এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে ৭৭৯৭। 

দেশে করোনায় সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, উত্তর প্রদেশ এবং দিল্লির। সংক্রমনের কেন্দ্রে পরিণত হওয়া মহারাষ্ট্রে বিগত ২৪ ঘন্টায় ৩১ জন প্রাণ হারিয়েছে। সবমিলিয়ে এখনো পর্যন্ত এই রাজ্যে ৪০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৯ হাজার।দেশে পুদুচেরী, অরুণাচল প্রদেশ, মিজোরাম গোয়া, ত্রিপুরা থেকে বিগত কয়েক দিনে নতুন করে আক্রান্ত হওয়ার কোন খবর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *