নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি. স.) : উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য নৌবাহিনী প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর জন্য আইএনএস জলশ্বওয়া এবং আরও দুইটি যুদ্ধ জাহাজ প্রস্তুত করার কাজ চলছে। কেন্দ্রের সম্মতি পেলেই জলপথে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনবে নৌবাহিনী। উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার দাবিতে ১০ এপ্রিল সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়। প্রবাসী লিগাল সেল নামে একটি সংগঠন এই পিটিশান দায়ের করেছিল।
পিটিশনে জানানো হয়েছিল যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, ওমান, বাহারিন, কাতারে কয়েক লক্ষ ভারতীয় কাজ করে।এদের মধ্যে বেশিরভাগই শ্রমিক।করোনা পরিস্থিতিতে তারা সবাই সেখানে আটকে রয়েছে।সেখান থেকে তাদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার আর্জি জানানো হয়।পাশাপাশি তাদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়ারও ব্যবস্থা যাতে ভারত সরকারের তরফ থেকে করা হয় সেই আর্জি ও করা।এ বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছিল যে পরিস্থিতি স্বাভাবিক হলেই তাদেরকে ফিরিয়ে আনা হবে।ইতিমধ্যেই উপসাগরীয় অঞ্চলে এইসব ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য সচেষ্ট হয়েছে সরকার।