BRAKING NEWS

নাগাল্যান্ডে লাগলো পেট্ৰোল-ডিজেলের ওপর ‘করোনা ট্যাক্স’, জারি বিজ্ঞপ্তি

কোহিমা (নাগাল্যান্ড), ২৯ এপ্রিল (হি.স.) : পেট্ৰোল ও ডিজেলের ওপর ‘করোনা ট্যাক্স’ লাগিয়েছে নাগাল্যান্ড সরকার। এ সম্পর্কে এক বিজ্ঞপ্তি করেছে রাজ্য সরকার। নয়া বিজ্ঞপ্তি সংবলিত নিৰ্দেশনা অনুযায়ী গতকাল ২৮ এপ্ৰিল মধ্যরাত থেকে এই ট্যাক্স লাগানো হয়েছে বলে জানা গেছে।

সম্ভবত এই প্ৰথম, গোটা দেশের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের এক রাজ্য নাগাল্যান্ডেই পেট্ৰোল ও ডিজেলের ওপর করোনা ট্যাক্স লাগানো হয়েছে। এর ফলে নাগাল্যান্ডে এখন পেট্ৰোল ও ডিজেলের দাম নির্দিষ্ট মূল্য থেকে বেশি হবে। নাগাল্যান্ড সরকারের জারিকৃত নিৰ্দেশনা অনুযায়ী আজ থেকে প্ৰতিলিটার ডিজেলে ৫ টাকা এবং পেট্ৰোল ও অন্য পেট্ৰোলিয়ামজাত সামগ্ৰীতে ৬ টাকা করে বেশি দাম দিতে হবে গ্রাহকদের।

রাজ্যে পেট্রোল ও ডিজেলে করোনা ট্যাক্স লাগানোয় গ্রাহকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *