নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল ঃ রাজ্যের বেসরকারী সুকল, কলেজ তিনমাসের ফি বাতিল করার জন্য রাজ্য সরকারের প্রতি দাবি জানিয়েছে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ পাশাপাশি বহির্র্রজ্যে যেসব ছাত্রছাত্রী আটকে পড়েছে তাদেরকে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্যও দাবি জানানো হয়েছে৷ ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষেেদর নেতৃত্বে মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সঙ্গে সাক্ষাৎ করেন৷ তারা শিক্ষামন্ত্রীর কাছে একটি স্মারকলিপি তুলে দেন৷ স্মারকলিপির বিষয় বস্তু সম্পর্কে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য নেতৃবৃন্দ জানান, করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে মানুষ আর্থিকভাবে বিপর্যস্থ৷ উদ্ভূত পরিস্থিতিতে সুকল কলেজও বন্ধ রয়েছে৷
বিশেষ করে বেসরকারী সুকল কলেজ গুলিতে তিন মাসের ফি বাতিল করার জন্য সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়েছে৷ তারা আরও জানান, রাজস্থানের কোটা সহ বিভিন্ন রাজ্যে ত্রিপুরার বহু ছাত্রছাত্রী লকডাউনের কারণে আটকে পড়েছে৷ তাদের মধ্যে যারা ফিরে আসতে চায় তাদেরকে ফিইরয়ে আনার ব্যবস্থা করতে শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে৷ পাশাপাশি অনলাইন শিক্ষা ব্যবস্থায় আটর্স এবং কমার্স বিভাগ যুক্ত করার জন্যও শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃবৃন্দ আরও জানান, বহির্রাজ্যে পাঠরত ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত সংগঠনের সঙ্গে যোগাযোগ করে তাদের অসুবিধার কথা জানাচ্ছে৷ সেজন্যই সংগঠনের পক্ষ থেকে বিষয়টি রাজ্য সরকারের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷