মুম্বই, ২৯ এপ্রিল (হি. স.) : মহারাষ্ট্রের ঔরঙ্গবাদ জেলার সিটি চক থানার লকআপে থাকা এক অভিযুক্তের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। বুধবার তার লালারসের রিপোর্ট এসেছে।সেখানে করোনা পজিটিভ ধরা পড়েছে ওই অভিযুক্তের।তার সংস্পর্শে আসা ২৬ পুলিশকর্মীকে ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে ২৬ পুলিশকর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে যে তাদের রিপোর্ট নেগেটিভ আসবে। চার দিন আগে চেলিপুরা থেকে নিষিদ্ধ মাদক বিক্রি করার অপরাধে চার জনকে গ্রেফতার করে এই থানায় নিয়ে আসা হয়। তাদের মধ্যে ওই ব্যক্তির শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। তার সঙ্গে থাকা বাকি তিনজনের ও লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।