নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ করোনা মোকাবিলায় নমুনা পরীক্ষায় জাতীয় গড়ের তুলনায় ত্রিপুরা অনেক এগিয়ে রয়েছে৷ শুধু তাই নয়, গত ১৪ দিনে ত্রিপুরায় নতুন কেউ করোনায় আক্রান্ত হননি৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানান অতিরিক্ত মুখ্যসচিব এস কে রাকেশ৷ তাঁর কথায়, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা সংক্রান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷
এদিন তিনি বলেন, গত ১ দিনে রাজ্যে ২৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এরমধ্যে সবগুলি-র রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাঁর কথায়, আজ পর্যন্ত ত্রিপুরায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪৫৩ জনের৷ এরমধ্যে দুটি পজিটিভ পাওয়া যায়৷ তারা বর্তমানে সুুস্থ আছেন৷ আর বাকী সবগুলিই নেগেটিভ ছিল৷ অতিরিক্ত মুখ্যসচিব বলেন, জনসংখ্যার অনুপাতে কোভিড-১৯ নমুনা পরীক্ষা করার হারেও ত্রিপুরা সবর্োচ্চ স্থানে রয়েছে৷ আজ পর্যন্ত সর্বভারতীয় ক্ষেত্রে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় পরীক্ষা করার অনুপাত যেখানে ৪৭০, ত্রিপুরায় তা হয়েছে ১১০৮৷ কোভিড-১৯ উদ্ভত পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের সকল অংশের মানুষ যেভাবে সাড়া দিয়েছেন এজন্য তিনি সকলকে ধন্যবাদ জানান৷
এদিকে, লকডাউনের পরবর্তী পর্যায়ে অর্থাৎ ৩ মে এর পরে রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের পদক্ষেপ সম্পর্কেও অতিরিক্ত মুখ্যসচিব আলোকপাত করেছেন৷ এ সম্পর্কিত বিষয়ে আজ প্রধানমন্ত্রীর ভিডিও বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অংশ নিয়েছেন বলে তিনি জানিয়েছেন৷ অতিরিক্ত মুখ্যসচিব বলেন, বর্তমানে পরিস্থিতি পরিস্থিতি ভাল অবস্থানে রয়েছে৷ তথাপি রাজ্য সরকার অবশ্যই সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করবে৷
সামাজিক দূরত্ব যেমন বজায় রাখতে হবে, তেমনি সকলের জন্য মাস্ক ব্যবহার করার দিকটিও দেখতে হবে৷ তাঁর দাবি, করোনা সংক্রান্ত পরিস্থিতি মোকাবিলায় সকল অংশের মানুষকে দায়িত্ব নিতে হবে৷ তিনি বলেন, বর্তমানে ত্রিপুরা করোনা মুক্ত৷ করোনা সংক্রমণের ভিত্তিতে রেড, অরেঞ্জ এবং গ্রিণ জোনে ভাগ করলে ত্রিপুরা গ্রিণ জোনেই পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন৷