রেপিড অ্যান্টিবডি টেস্ট কিটের রিপোর্ট সন্দেহজনক, পাঠানো হবে ফেরত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ সঠিক রিপোর্ট আসছে না৷ তাই আইসিএমআর-এর পরামর্শে সমস্ত রেপিড অ্যান্টিবডি কিট ফেরত পাঠাচ্ছে ত্রিপুরা৷ এ-বিষয়ে সোমবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার অতিরিক্ত মুখ্যসচিব এস কে রাকেশ জানান, কিটগুলি এখন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে৷ তার পর সমস্ত কিট বিক্রেতাদের কাছে ফেরত পাঠানো হবে৷


রেপিড অ্যান্টিবডি কিট নিয়ে গোড়া থেকেই অভিযোগ উঠেছিল৷ বিভিন্ন রাজ্য ওই কিট ব্যবহার করে অসন্তোষ প্রকাশ করেছে এবং পরবর্তী ধাপে ব্যবহারও বন্ধ রেখেছিল৷ রাজ্যগুলির অভিযোগের ভিত্তিতে আইসিএমআর মাঝে দু দিন ওই কিট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল৷ কিন্তু পুনরায় ছাড়পত্র দিলেও অবশেষে ওই কিট দিয়ে রিপোর্ট নিয়ে সন্তুষ্ট হতে পারেনি আইসিএমআর৷


এ-বিষয়ে আজ অতিরিক্ত মুখ্যসচিব বলেন, রেপিড অ্যান্টিবডি টেস্ট কিট সন্তোষজনক রিপোর্ট দিচ্ছে না৷ ওই কিট-এর রিপোর্টে ভীষণ তারতম্য দেখা যাচ্ছে৷ ফলে, ওই কিট ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, আইসিএমআর আজ দেশের সমস্ত রাজ্যকে ওই কিট ব্যবহার করতে নিষেধ করেছে৷ সাথে পরামর্শ দিয়েছে, সমস্ত কিট বিক্রেতাদের কাছে ফেরত পাঠানো হোক৷ তাঁর বক্তব্য, ওই কিট-এর রিপোর্ট ভীষণ সন্দেহজনক৷ফলে, ওই কিট-এর ওপর ভরসা করা কোনওভাবেই সম্ভব নয৷ তিনি বলেন, সমস্ত কিট সংগ্রহ করা হচ্ছে৷ তার পর বিক্রেতাদের কাছে সেগুলি ফেরত পাঠানো হবে৷ তিনি জানান, তিনটি সংস্থার কাছ থেকে ওই কিট ক্রয় করা হয়েছিলঊ তার মধ্যে দুটি চাইনিজ সংস্থা৷