BRAKING NEWS

আন্ত:রাজ্য যাতায়াতে ছাড়, ফিরছেন আটকে পড়া ত্রিপুরার নাগরিকরা, রাখা হবে কোয়ারেন্টাইনে : অতিরিক্ত মুখ্যসচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ করোনা মোকাবিলায় লকডাউন-এ ত্রিপুরার অনেক নাগরিক বহির্রাজ্যে আটকে পড়েছেন৷ তাদের ত্রিপুরায় ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ এ-ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমতিতে আন্ত:রাজ্য যাতায়াত শুরু হয়েছে৷ তবে, রাজ্য সরকার এবং আটকে পরা নাগরিকদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে এবং শর্ত মেনে তাদের ত্রিপুরায় আসতে দেওয়া হবে৷


ত্রিপুরায় ফিরে আসার পর তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার অতিরিক্ত মুখ্য সচিব এস কে রাকেশ এই তথ্য দিয়ে বলেন, গতকাল বহির্রাজ্য থেকে ১৬৭ জন ত্রিপুরায় ফিরেছেন৷ তাদের বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে৷ তাদের মধ্যে করোনা সংক্রমনের কোন লক্ষণ রয়েছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে৷ তাঁর কথায়, করোনা স্পর্শকাতর এলাকা থেকে যারা আসবেন তাদের নমুনা সংগ্রহ করা হবে৷ সাথে তাদের হাতে কোয়ারেন্টাইন স্ট্যাম্প লাগানো হবে৷
এদিন তিনি বলেন, ত্রিপুরার প্রচুর নাগরিক বহির্রাজ্যে আটকা পড়েছেন৷

তারা অনেকেই ত্রিপুরা সরকারের সাথে যোগাযোগ করছেন৷ সে মোতাবেক কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনায় আন্ত:রাজ্য যাতায়াতে অনুমতি মিলেছে৷ তাঁর কথায়, রাজ্য সরকারগুলি-কে অনুরোধ জানানো হবে, ত্রিপুরার নাগরিকদের ফিরে আসার ক্ষেত্রে প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়া হোক৷ তবে, ত্রিপুরার ওই নাগরিকদের সরকারি নিয়ম এবং শর্ত মানতে হবে৷ তিনি বলেন, যারা করোনা স্পর্শকাতর স্থান থেকে আসবেন তাদের পরীক্ষা করে কোয়ারেন্টাইন করা হবে৷ বাকিদের শুধু ১৪ দিন কোয়ারেন্টাইন থাকবে হবে৷ তাঁর বক্তব্য, ত্রিপুরার নাগরিক-রা এখন নিজেদের টাকায় গাড়ি ভাড়া করে ফিরছেন৷ তবে, সরকারি খরচে তাদের নিয়ে আসার বিষয়ে চিন্তাভাবনা চলছে৷ তাঁর মতে, বিমান রেল বন্ধ তাই সকলের সড়ক পথেই ফিরতে হবে৷ এ-ক্ষেত্রে তাদের চূড়াইবাড়িতে পরীক্ষা করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *