নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ হাসপাতালে চিকিৎসাধীন চাকুরীচ্যুত শিক্ষকের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে৷ সোমবার হাসপাতাল সুপারের কাছে ওই ঘটনায় সুষ্ঠ তদন্তের দাবি জানানো হয়েছে৷ চাকুরীচ্যুত শিক্ষকদের তরফে বিজয়কৃষ্ণ সাহা বলেন, সহকর্মী উদয়পুরের বাসিন্দা মিঠুন দেবনাথ গতকাল প্রয়াত হয়েছেন৷
তিনি ক্ষোভের সুরে বলেন, চিকিৎসায় গাফিলতির জন্যই মিঠুনের মৃত্যু হয়েছে৷ কারণ, সঠিক সময়ে ওষুধ দেওয়া হলে তিনি বেঁচে যেতেন৷ বিজয় বাবু-র কথায়, উন্নত চিকিৎসার জন্য উদয়পুর থেকে মিঠুন আগরতলায় জি বি হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ বিশেষজ্ঞ চিকিৎসক তার পরীক্ষা করে ওষুধ দিয়েছিলেন৷ কিন্তু, দুপুর দেড়টা থেকে বিকেল চারটা পর্যন্ত তাকে কোন ওষুধ দেওয়া হয়নি৷ সময় মতো ওষুধ দেওয়া হলে তিনি বেঁচে যেতেন, আক্ষেপ করে বলেন তিনি৷
বিজয়বাবু আরও বলেন, চাকুরীচ্যুত শিক্ষকদের জীবনে ঘোর অন্ধকার নেমে এসছে৷ তার মধ্যে চিকিৎসায় গাফিলতির জন্য একজন-র অল্প বয়সে মৃত্যু হয়েছে৷ এই অন্যায় কোনভাবেই মেনে নেওয়া যায় না৷ তিনি বলেন, চিকিৎসায় গাফিলতির সুষ্ঠ তদন্তের জন্য জিবি হাসপাতাল সুপারের কাছে দাবি জানিয়েছি৷ তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন৷