BRAKING NEWS

বন্য হাতির তান্ডব অব্যাহত চাকমাঘাটে, হতাশ গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ এপ্রিল ৷৷ কৃষ্ণপুর বিধানসভা এলাকায় বিভিন্ন জনপদে দাঁতাল হাতির আক্রমণ অব্যাহত৷ গত দুইদিন যাবৎ চাকমাঘাট ভূমিহীন কলোনিতে ১০-১২ টি হাতির পাল ঢুকে পড়ে৷ যদিও গ্রামবাসীদের সম্মিলিত প্রতিরোধে বড়সড় ক্ষতি থেকে রক্ষা পায়৷ এদিকে হাতির আক্রমণে প্রকৃত ক্ষতিগ্রস্তরা সরকারি অর্থ থেকে বঞ্চিত৷ অভিযোগ স্থানীয় শাসক দলীয় নেতার বিরুদ্ধে কোন প্রকার ক্ষতি না হলেও সরকারি অর্থ বাগিয়ে নিয়েছেন৷


প্রতিবছর শস্য উৎপাদন মরশুমে আঠারমুড়া পাহাড় থেকে কৃষ্ণপুরের বিভিন্ন এলাকায় নেমে আসে দাঁতাল হাতির পাল৷ নির্বিচারে ধবংস করে বিভিন্ন বাড়িঘর ধান ক্ষেত, গোলাভরা ধান৷ কখনো কখনো প্রাণহানির ঘটনাও ঘটে৷ বন দপ্তরের থেকে যদিও অস্থায়ী ক্যাম্প বসিয়ে বাজি পুড়িয়ে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করা হয়৷ এরপরও কৃষ্ণপুর, মাইগঙ্গা, নবঞ্জয়, উত্তর মহারানী চাকমাঘাটের ভূমিহীন কলোনি, রামকপুর, মাইংদোয়াল ইতিমধ্যে বহু ক্ষতিসাধন করেছে৷

গত দুইদিন যাবৎ ভূমিহীন কলোনিতে ঢোকার চেষ্টা করলে গ্রামবাসীদের সম্মিলিত প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয়৷ এদিকে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে বনদপ্তর ক্ষতিপূরণ দিয়েছে৷ অভিযোগ উঠে প্রকৃত ক্ষতিগ্রস্তদের বঞ্চিত করে শাসক দলীয় নেতারা তাদের ক্ষতি নাহলেও সরকারি অর্থ বাগিয়ে নিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *