নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ বিএসএফ ক্যাম্প বসানো নিয়ে জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে৷ আমবাসা ব্লকের লালছড়ি ভিলেজ কমিটির অন্তর্গত সাংমা পাড়া৷ এই গ্রামটিতে প্রায় ১০০ পরিবারের বসবাস৷ বেশ কয়েক মাস আগে এই গ্রামটিতে বিএসএফ ক্যাম্প বসানোর জন্য জায়গা নির্ধারিত করা হয়৷ সেই সময় এলাকাবাসীরা বাধা দেয়৷
কারণ বিএসএফ ক্যাম্পের জন্য যে জায়গাটি নির্ধারিত করা হয়েছে সেখানে এলাকাবাসীদের বাগান রয়েছে৷ সাথে সাথে ক্যাম্প করার জন্য বেশ কয়েকটি বসতঘর উচ্ছেদ করতে হবে৷ তাই এলাকাবাসীরা সেখানে ক্যাম্প হতে দেবে না বলে জানিয়ে দেয়৷ রবিবার পুনরায় বিএসএফের আধিকারিকরা সেই জায়গাটি পরিদর্শন করতে আসে৷ এলাকাবাসীদের নজরে আসতেই শুরু হয় বিক্ষোভ৷
এলাকাবাসীদের বক্তব্য দীর্ঘদিন ধরে তারা এই এলাকায় রয়েছে৷ সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করে ক্যাম্প করা চলবে না৷ তাদের উপার্জনের একমাত্র সম্বলকে নষ্ট করে সেখানে ক্যাম্প হতে দেবে না তারা বলে ফের স্পষ্ট করে দেন৷ ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা থানার পুলিশ৷ প্রায় দু’’ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷