নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি. স.): লকডাউন চলাকালীন সাফাই কর্মীদের সুরক্ষার জন্য কেন্দ্র কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চাইল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। ৮ মের মধ্যে কেন্দ্রকে এর জবাব দিতে হবে বলে জানিয়েছে আদালত। সোমবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফ থেকে এএসজি মনীন্দ্র আচার্য জানিয়েছেন, কাজের সময় সাফাই কর্মীদের অনেক ঝুঁকির মুখোমুখি হতে হয়। আইসিইউ থেকে বেরনো বা মেডিক্যাল বর্জ্যকে যখন সরাতে হয়। তখন বিপদ সাফাই কর্মীদের ঝুঁকি অনেক বেশি। সেই জন্য কেন্দ্র দিল্লির সরকারকে সাড়ে তিন লাখ এন ৯৫ মাস্ক এবং ৬০ হাজারের বেশি পিপিই কিট সরবরাহ করেছে।
উল্লেখ করা যেতে পারে, সমাজকর্মী হরমন সিং সাফাই কর্মীদের পিটিশন দায়ের করেছিলেন।এর আগে হরমন সিংয়ের আইনজীবী মহমদু প্রচা আদালতকে জানিয়েছিলেন যে সাফাই কর্মীদের পরিবারের লোকেদের বিপদ অনেক বেশি।সাফাই কর্মীদের কাছে কোনও কিট আসেনি।সেই প্রসঙ্গে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন স্পেশাল পিপিই কিট চিকিৎসক এবং নার্সদের জন্য রাখা হয়েছে।সাফাই কর্মী এবং করোনা যোদ্ধাদের জন্য অন্য ধরণের পিপিই কিটের ব্যাবস্থা করা হয়। মহমদু প্রচা আদালতকে জানিয়েছিলেন সাফাই কর্মীদের কয়েক জন মারাও গেছে।

