BRAKING NEWS

লকডাউনের মেয়াদ বাড়াতে একা সিদ্ধান্ত নেবে না অসম, আন্তঃজেলা যাতায়াত বেড়েছে ২ মে পর্যন্ত, ক্যাবিনেট সিদ্ধান্ত

গুয়াহাটি, ২৭ এপ্রিল (হি.স.) : লকডাউনের সময়সীমা বাড়ানো না-বাড়ানো সম্পর্কে অসম সরকার এককভাবে কোনও সিদ্ধান্ত নেবে না। তবে আন্তঃজেলা যাতায়াতের সময়সীমা আরও দুদিন বাড়ানো হয়েছে। সে অনুযায়ী আগামী ২ মে পর্যন্ত আন্তঃজেলা একমুখি যাতায়াত চলবে। সোমবার বিকেলে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তের তথ্য দিয়েছেন রাজ্যের পরিবহণ, সংসদীয় পরিক্রমা, বাণিজ্য ও শিল্প ইত্যাদি দফতরের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি।

মন্ত্রিসভার বৈঠকের পর সোমবার সন্ধ্যায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী পাটোয়ারি এই তথ্য দিয়ে জানান, করোনা ভাইরাস সংক্ৰমণ মোকাবিলা এবং লকডাউন সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয় মেয়াদের লকডাউনে সরকারের উন্নয়নমূলক কাজকর্ম, জনসাধারণের অসুবিধা ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিস্তর চর্চা হয়েছে।

তিনি জানান, ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গ্ৰিন জোনের আওতাধীন গ্রামাঞ্চলগুলিতে দোকানপাট খোলার অনুমতি দেওয়া হতে পারে। তবে হাটবাজার বন্ধ থাকবে। এছাড়া রেড জোনের অধীন পাঁচটি জেলায় লকডাউন শিথিল করা হবে না। ফলে ওই সব জেলার দোকানপাট খোলার প্রশ্নই ওঠে না, জানান মন্ত্রী পাটোয়ারি। জানান, রেড জোনের আওতাধীন জেলা থেকে সীমান্তবর্তী গ্ৰিন জোন সংবলিত জেলাগুলির পাঁচ কিলোমিটার দূরত্ব পর্যন্ত সবকিছু বন্ধ থাকবে।

মন্ত্রী চন্দ্রমোহন তাঁর দফতরের পরিসংখান দিয়ে জানান, রাজ্য সরকারের ব্যবস্থাকৃত আন্তঃজেলা যাতায়াতে অসম রাজ্য পরিবহণ নিগমের বাসে করে প্ৰায় ২৭ হাজার মানুষ ইতিমধ্যে নিজেদের বাড়ি বা তাঁদের গন্তব্যস্থলে গিয়ে পৌঁছেছেন। যাঁরা রাজ্য পরিবহণের বাসে যেতে চান তাঁরা এখনও তাঁদের যাত্রার বিবরণ দিয়ে বুকিং করতে পারবেন, জানান পাটোয়ারি।

টেরিটরিয়াল এরিয়া ডিস্ট্রিক্ট (বিটিএডি)-এরবোড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল (বিটিসি)-এর নিৰ্বাচন সম্পর্কেও আজ ক্যাবিনেটে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি জানান, যত শিগগির সম্ভব বিটিসি নিৰ্বাচন অনুষ্ঠিত করার পক্ষে মন্ত্রিসভায় প্রস্তাব পাশ হয়েছে। তবে মানুষের একত্রিত সমাগম কম করে কী করে নির্বাচন অনুষ্ঠিত করা যায় সে বিষয়ে চৰ্চা হয়েছে বলে জানান পাটোয়ারি। জানান, রাজ্য নিৰ্বাচন কমিশন জনসমাগম না করে কীভাবে নিৰ্বাচন অনুষ্ঠিত করা যায়, সে ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নিতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হবে, জানান চন্দ্ৰমোহন পাটোয়ারি।

প্রসঙ্গত, আজই বিপিএফ দল তথা হাগ্রামা মহিলারি নেতৃত্বাধীন বিটিসি-র মেয়াদ আজ শেষ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *