নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ লক ডাউনকে উপেক্ষা করে অন্যান্য দিনের ন্যায় শনিবারও রাজধানীর রাজপথ সহ বিভিন্ন গলি রাস্তায় বেরিয়ে পরে বহু রিক্সা৷ তবে এইদিন আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়৷ বিনা কারনে যে সকল রিক্সা চালক এইদিন রাজধানীতে বেরিয়েছে তাদেরকে আটক করে রাজবাড়ী প্রাঙ্গণে বসিয়ে রাখা হয়৷
সকাল থেকে আরক্ষা প্রশাসনের অভিযানের ফলে এইদিন বহু রিক্সা চালককে রিক্সা সহ আটক করতে সক্ষম হয় পুলিশ৷ এইদিকে যে সকল রিক্সা চালককে রিক্সা সহ আটক করা হয়েছে তাদের কারো বক্তব্য তারা রোগী নিয়ে হাসপাতালে এসেছিল৷ আবার কোন কোন রিক্সা চালকের বক্তব্য এক মাস যাবত রিক্সা চালাতে পারছে না তারা৷ ফলে তাদের রুটি রোজগার নেই৷ সংসারের চাকা থমকে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ তাই তারা বাধ্য হয়ে রিক্সা নিয়ে রাস্তায় বেরিয়েছে৷
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে লক ডাউন লাগু রয়েছে৷ যদিও ত্রিপুরা রাজ্য বর্তমানে করোনা মুক্ত৷ তথাপি সচেতন থাকা সকলের জন্য জরুরি৷ কিন্তু একাংশ যান চালক প্রায় প্রতিদিন বিনা প্রয়োজনে লক ডাঊনকে উপেক্ষা করে যান বাহন নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছে৷ প্রশাসন থেকে বারে বারে আহ্বান জানানোর পরও তারা কোন কিছুই মানছে না৷ এক প্রকার বাধ্য হয়ে শুক্রবার কঠোর পদক্ষেপ গ্রহণ করে আরক্ষা দপ্তর৷ শুক্রবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে ৬৭ টি অটো ও টমটম সাময়িক সময়ের জন্য বাজেয়াপ্ত করা হয়৷ লক ডাউনের সময়সীমা শেষ হওয়ার পর এই সকল অটো ও টমটম মালিকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়৷
কিন্তু তারপরও একাংশ অটো ও টমটম চালক শনিবার ফের বিনা প্রয়োজনে অটো ও টমটম নিয়ে রাস্তায় বেরিয়ে পরে৷ ফলে এইদিনও বাধ্য হয়ে আরক্ষা প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হয়৷ শুক্রবারের ন্যায় শনিবারও আরক্ষা প্রশাসনের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়৷ বিনা প্রয়োজনে রাস্তায় বেরিয়ে পড়া বেশ কিছু যান বাহনকে সাময়িক সময়ের জন্য বাজেয়াপ্ত করা হয়৷ লক ডাউনের সময়সীমা শেষ হওয়ার পর এই সকল যান বাহন মালিকদের হাতে তুলে দেওয়া হবে বলে খবর৷