BRAKING NEWS

করোনার প্রভাবে রমজান মাসে মসজিদে ইফতার বাতিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷করোনা-র প্রকোপে ত্রিপুরায় রমজান মাসে মসজিদে ইফতার বাতিল এবং নামাজ পড়ায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ জমিয়ত উলেমায়ে হিন্দ-এর সভাপতি মৌলানা মুফতি তৈয়ীবুর রহমান লকডাউনে সরকারের সমস্ত নির্দেশিকা পালন করা হবে বলে জানিয়েছেন৷ তাই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


রমজান মাসে প্রথম রোজা আজ৷ এ-বিষয়ে তৈয়ীবুর রহমান বলেন, করোনা মোকাবিলায় লকডাউনের কারণে সমস্ত ধর্মীয় স্থানে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে৷ তাই, সামাজিক দূরত্ব মসজিদে ৪-৫ জন তারাবি নামাজ পড়তে পারবেন৷ অন্যরা বাড়িঘরে তারাবি নামাজ পড়বেন৷ সরকারি নির্দেশ মেনে মসজিদে মাস্ক পরে তারাবি নামাজ পড়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন৷ তিনি বলেন, ত্রিপুরায় মুসলিম সম্প্রদায়ের সকলের কাছে রমজান মাসে রোজা রাখতে গিয়ে লকডাউনের সমস্ত নির্দেশিকা পালন করার অনুরোধ জানিয়েছে জমিয়ত উলেমায়ে হিন্দ৷


এদিন তিনি বলেন, বাড়িতে তারাবি নামাজ পড়ার সময় ৪-৫ জনের বেশি যেন না হয় সে-দিকে খেয়াল রাখার জন্য সকলের কাছে অনুরোধ জানানো হয়েছে৷ তাঁর কথায়, ত্রিপুরায় সমস্ত মসজিদে ইফতার বাতিল করা হয়েছে৷ তাঁর বক্তব্য, লকডাউনে জনসমাগম নিষিদ্ধ৷ কিন্ত, ইফতার পালন করা হলে জনসমাগম হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ তাই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


তিনি বলেন, ত্রিপুরায় ৯৫৬টি মসজিদ রয়েছে৷ প্রত্যেক বছর রমজান-এর রোজা শুরু হতেই রাতে তারাবির নামাজ পড়া হতো৷ কিন্ত করোনার প্রভাবে এ বছর তা সম্ভব হচ্ছে না আপাতত৷ ৩ মে লকডাউন উঠে গেলে নতুন করে এ-বিষয়ে চিন্তাভাবনা করা হবে৷ এদিন তিনি জানান, গতকাল সোনামুড়া রাজস্ব দফতরের ডাকবাংলোয় মহকুমাশাসক এবং ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের সাথে রমজান মাসে রোজা পালনের বিষয়ে সরকারি নির্দেশিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ তিনি বলেন, রমজান উপলক্ষ্যে সরকারি সহযোগিতার জন্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *