BRAKING NEWS

করোনায় বিশ্বব্যাপী মৃত্যু বেড়ে ২,০৩,২৬৯, আক্রান্ত ২৯,২০,৮৯৯ জন

ওয়াশিংটন, ২৬ এপ্রিল (হি.স.): সময় যত এগোচ্ছে ততই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বিশ্বজুড়ে ফের বাড়ল মৃত্যু ও সংক্রমণ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার সমগ্র বিশ্বে মৃতের সংখ্যা দুই লক্ষ ছাড়িয়ে  ২,০৩,২৬৯-তে পৌঁছেছে। সংক্রমিত ২৯,২০,৮৯৯ জন।  

২৬ এপ্রিল সকাল পর্যন্ত, জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ২৯,২০,৮৯৯ জন। মৃতের সংখ্যা সংখ্যা দুই লক্ষ ছাড়িয়ে  ২,০৩,২৬৯-তে পৌঁছেছে। এপর্যন্ত সুস্থ হয়েছেন ৮,৩৬, ৬৮৩জন  । জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় আক্রান্তের সংখ্যা ৯,৬০,৬৫১, ইতালিতে সংক্রমিত ১,৯৫,৩৫১ , স্পেনে আক্রান্তের সংখ্যা ২২৩,৭৫৯, ফ্রান্সে ১,৬১,৪৮৮ এবং  ব্রিটেনে  ১,৪৮,৩৭৭৫ জন।

চলতি বছর জানুয়ারি মাসের ১১ তারিখে চীনে ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম করোনা রোগীর মৃত্যুর খবর প্রকাশ করা হয়। ১১ জানুয়ারি থেকে ২৬এপ্রিল মাত্র কয়েক মাসেই এই মহামারি করোনায় মৃত্যুর সংখ্যা দু’লাখ ছাড়িয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *