BRAKING NEWS

তামিলনাড়ুর একাধিক শহরে কঠোর হচ্ছে লকডাউন, কেনাকাটার ধূমে বাড়ছে করোনা আতঙ্ক

চেন্নাই,  ২৫ এপ্রিল (হি. স.): করোনা মোকাবিলায় চেন্নাই সহ তামিলনাড়ুর একাধিক শহরে রবিবার থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। চলবে চারদিন। যার জেরে কেনাকাটার ধুম পড়েছে সেখানে। মুদির দোকান ও সবজি বাজারে ভিড় করেছেন হাজার হাজার বাসিন্দা।  এত লোক এক জায়গায় ভিড় করায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। যার জন্য কঠোর লকডাউনের সিদ্ধান্ত এই পরিস্থিতি বাড়িয়ে তুলছে সেই আশঙ্কাই ।

ভারতে যে রাজ্যগুলিতে সবচেয়ে বেশি করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা গিয়েছে, তার অন্যতম তামিলনাড়ু। শুক্রবার পর্যন্ত কেবল চেন্নাইতেই ওই রোগে আক্রান্ত হয়েছেন ৪০০ জন। কোয়েমবত্তুরে ১৩৪ জন এবং তিরুপুরে ১০ জন ওই রোগে আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় করোনা মোকাবিলায় চেন্নাই সহ তামিলনাড়ুর একাধিক শহরে রবিবার সকাল ছ’টা থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। চলবে চারদিন। চেন্নাই বাদে মাদুরাই ও কোয়েমবত্তুরেও চারদিন সব বন্ধ থাকবে। সালেম ও তিরুপুর নামে দু’টি ছোট শহরে লকডাউন জারি থাকবে তিনদিন। এই পরিস্থিতিতে শনিবার সকাল থেকেই চেন্নাইয়ের শাকসবজির বাজার ও মুদির দোকানে ভিড় করেছেন হাজার হাজার বাসিন্দা। লকডাউনের আতঙ্কে আগেভাগে কেনাকাটা সেরে রাখতে চাইছেন। এত লোক এক জায়গায় ভিড় করায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। যার জন্য কঠোর লকডাউনের সিদ্ধান্ত এই পরিস্থিতি বাড়িয়ে তুলছে সেই আশঙ্কাই ।

গত শুক্রবার চেন্নাই সহ পাঁচ শহরে কঠোর লকডাউনের কথা ঘোষণা করা হয়। এর আগে মুদির দোকানগুলিকে সকাল ছ’টা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু রবিবার থেকে সব দোকান বন্ধ থাকবে। যদিও হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও ওষুধের দোকানগুলিকে অবশ্য ছাড় দেওয়া হয়েছে। এছাড়া এটিএম এবং সরকার পরিচালিত আন্না ক্যান্টিনও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *