BRAKING NEWS

মহার্ঘ ভাতার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ক্যান্সারে আক্রান্ত প্রাক্তন সেনা কর্মী

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি. স.):  কেন্দ্রীয় সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা আটকে দেওয়ার বিরুদ্ধে সরব হয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন প্রাক্তন এক সেনাকর্মী। অবসরপ্রাপ্ত মেজর ওঙ্কার সিং গুলেরিয়া এই পিটিশনটি দায়ের করেছেন।

ক্যান্সারে আক্রান্ত এই প্রাক্তন সেনাকর্মী আদালতকে জানিয়েছেন যে তিনি তার স্ত্রীয়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকেন। পেনশন ছাড়া তার আর কোনও উপার্জন নেই। পিটিশনে দাবি করা হয়েছে যে তার মতো কয়েক লক্ষ অবসরপ্রাপ্ত সেনা কর্মী ও আধিকারিক এই পেনশনের ওপর নির্ভরশীল। মহার্ঘ ভাতা আটকে যাওয়ার জেরে তারা সকলেই চিন্তিত। বয়স্কদের জন্য মহার্ঘভাতা আটকে দিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়নি সরকার। কারণ অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা প্রত্যেকেই এই পেনশনের ওপর নির্ভরশীল। তাদের কাছে এই পেনশনই একমাত্র আর্থিক অবলম্বন। পিটিশনে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভাষণে প্রবীণ নাগরিকদের খেয়াল রাখার কথা বলেছিলেন। কারণ অন্যান্যদের তুলনায় প্রবীণ নাগরিকদের করোনার সংক্রমণ সবথেকে বেশি হয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যে মহার্ঘ ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, তা ফের চালু করা হোক। সেই দাবি পিটিশনে করা হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, ২৪ এপ্রিল কেন্দ্রীয় সরকার তাদের অধীনে কর্মরত কর্মীদের মহার্ঘ ভাতা ২০২১ সালের জুন মাস পর্যন্ত আটকে দেওয়ার ঘোষণা করা হয়। এই তালিকায় রয়েছে কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীও। যাদের সংসার পেনশনে চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *