BRAKING NEWS

২০ বার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ, ৪৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন

তিরুঅনন্তপুরম, ২৪ এপ্রিল (হি.স.) : অবশেষে করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এল কেরলের ৬২ বছরের মহিলার । শার্লি অ্যাব্রাহাম নাম ওই মহিলার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ২০বার । শেষের পরপর দুটি টেস্টের রিপোর্ট নেগেটিভ  আসায় ৪৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি ।

তবে হাসপাতাল থেকে ডিসচার্জ হলেও তাঁকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলে সরকারি বিজ্ঞপ্তিত জানানো হয়েছে। অর্থাত পুরোপুরি সুস্থ বলে সার্টিফিকেট পাওয়ার অন্তহীন অপেক্ষার শেষ এখনও হয়নি। শার্লির চিকিত্সা, সেবা, যত্নের দায়িত্ব পালন করা ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের বাহবা দিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা।

জানা গেছে, শার্লি ইতালি থেকে কেরলে ফেরা তিন সদস্যের পরিবারের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছিলেন । তাঁর মেয়েও পরীক্ষায় পজিটিভ ধরা পড়েন। ৮ মার্চ হাসপাতালে ভর্তি করা হয় শার্লিকে। তার দুদিন বাদে প্রথম পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। অবশেষে করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এল কেরলের ৬২ বছরের মহিলার । শার্লি অ্যাব্রাহাম নাম ওই মহিলার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ২০বার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *