নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.) : প্লাজমা থেরাপির উন্নতির দিকগুলি তুলে ধরলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার কেজরিওয়াল জানান, এখনও অবধি চারজন রোগীকে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। তাঁরা ভালো ফল দিচ্ছে।
ইন্সটিটিউট অফ লিভার এবং বিলিয়ারি সায়েন্স ডিরেক্টর ডঃ এসকে সারিন জানিয়েছেন, শুক্রবার আরও তিনজনের উপর এই পদ্ধতিতে ব্যবহার করা হতে পারে বলেও জানিয়েছেন।
ভারতে অতি সংকটজনক করোনা আক্রান্ত রোগীকে প্লাজমা থেরাপির সাহায্যে চিকিৎসা করার ছাড়পত্র দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ। প্লাজমা থেরাপি অনেক রোগেই ব্যবহার হয়। যদি কেউ কোনও রোগ থেকে সুস্থ হন, তাহলে তাঁর রক্তে অ্যান্টিবডি তৈরি হয়। সেই অ্যান্টিবডি যুক্ত প্লাজমা আক্রান্ত মানুষের শরীরে প্রবেশ করিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাসকে মেরে ফেলা হয় এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে। এই পথ অবলম্বন করে ফল পাচ্ছে দিল্লি। প্লাজমা থেরাপি নিয়ে পশ্চিমবঙ্গ সরকাও আইসিএমআর-এর সঙ্গে কথা বলেছে।