নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি. স.): করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিলেন কংগ্রেসের অন্তবর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী।
বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। সোনিয়া গান্ধীর নেতৃত্বে হওয়া এই বৈঠকে কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা দাবি করেন যে কেন্দ্রের তরফে করোনা মোকাবিলায় পর্যাপ্ত সহযোগিতা মিলছে না। বৈঠকে করোনা মোকাবিলায় কি রণকৌশল নেওয়া হবে। সে বিষয়ও আলোচনা হয়।
প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং জানিয়েছেন, করোনা মোকাবিলায় একাধিক বিষয়ের ওপর গুরুত্ব দেওয়াটা প্রয়োজন।এর মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করে যাওয়াটা একান্ত জরুরী। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করতে হবে। বৈঠকে উপস্থিত দলের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা জানিয়েছেন, করোনা মোকাবিলায় করুণা থাকাটা প্রয়োজন। আক্রান্ত রোগীর সঙ্গে মানবিক আচরণ করাটা বাঞ্ছনীয়। পরিযায়ী শ্রমিকদের শারীরিক পরীক্ষা করার পর তাদেরকে নিজেদের গ্রামে পাঠানো উচিত।প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এ কে এন্টনি জানিয়েছেন, দেশে ফিরে আসা প্রবাসী ভারতীয়দের বিপুল পরিমানে টেস্টিং করাটা প্রয়োজন। কিন্তু তেমনটি দেখা যাচ্ছে না।