নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ এপ্রিল৷৷ গোলাঘাটির অন্তর্গত সিপাহীজলাস্থিত ট্রেনিং সুকল সংলগ্ণ মারাক পাড়ায় জলের তীব্র সংকট দেখা দিয়েছে৷ ওই এলাকায় মোট ১৫০ পরিবার রয়েছে৷ কিন্তু, টিলাভূমি হওয়ায় অনেক নীচু থেকে পানীয় জল সংগ্রহ করতে হয়৷ পানীয় জলের একমাত্র উৎস হচ্ছে এক হেন্ড পাম্প৷
মঙ্গলবার সকালে একমাত্র হেন্ড পাম্পটি বিকল হয়ে যায়৷ তখন এলাকার মানুষ বিকল কলটি সারাই করার জন্য উদ্যোগ নেয়৷ কিন্তু, তাও সম্ভব হয়ে উঠেনি৷ প্রতিদিন ব্যবহারের জন্য যে জলের প্রয়োজন তা মিলছে না৷ জল নিয়ে ঝগড়া লেগেই থাকে৷ বাম জমানায় একটি মোটর বসানো হয়েছিল৷ সেটি দিয়ে কোনওরকমে জলকষ্ট নিরসন হয়েছিল৷ কিন্তু, এখন সেই মোটরও নেই আর জলের তীব্র সংকটের মধ্যে রয়েছে তারা৷ মঙ্গলবার হেন্ড পাম্প কল বিকল হয়ে যাওয়ায় তাদের আর বিকল্প জলের উৎস নেই৷ অবিলম্বে এই এলাকায় পানীয় জলের ব্যবস্থা করার জন্য দাবী জানিয়েছেন এলাকার লোকজন৷