BRAKING NEWS

ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি. স.):   করোনা মোকাবিলায় গোটা দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ের লকডাউন চলছে। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৭ এপ্রিল ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হবে এই বৈঠক।

বৈঠকে লকডাউন নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।করোনা রোধে পরবর্তী রণকৌশল ঠিক করতে মুখ্যমন্ত্রীদের থেকে যাবতীয় পরামর্শ নেবেন তিনি। দেশে কয়টি রাজ্য এমন রয়েছে যেখানে বিগত ১৫ দিনে নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার কোন খবর নেই। অন্যদিকে এমন রাজ্য রয়েছে যেখানে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলের লকডাউন শিথিল করা নিয়ে নির্ণায়ক সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে এর আগে দেশের করোনা পরিস্থিতি নিয়ে ১৪ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। পরে ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *