নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি. স. ): অপর্যাপ্ত টেস্টিং কিট এবং সুরক্ষা সরঞ্জামের অভাব প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেস। বিপুল সংখ্যায় টেস্টিং করানোর ক্ষেত্রে অনেক দেরি করে ফেলেছে কেন্দ্র। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পর্যাপ্ত পরিমাণে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট পাচ্ছে না। এই বিষয়ে সরকারের কোনও হেলদোল নেই বলে দাবি করেছে কংগ্রেস। আইসিএমআর এর তরফ রেপিড টেস্টিং সরবরাহ করা হয়েছে, তাতেও ত্রুটি রয়েছে বলে জানিয়েছে শতাব্দী প্রাচীন দলটি। বুধবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেস নেতা টি এস সিং দেব এবং রঘু শর্মা।
তারা জানিয়েছেন, টেস্টিং করা ছাড়া অন্য কোনো বিকল্প পথ আর খোলা নেই। কারণ এখনও পর্যন্ত আমরা বাস্তবিক পরিস্থিতি অনুমান করতে ব্যর্থ হয়েছি। করোনা টেস্টিং করার জন্য কেন্দ্রীয় সরকারের উচিত রাজ্য সরকারগুলিকে পর্যাপ্ত পরিমাণে সাহায্য প্রদান করা। করোনা মোকাবিলায় কংগ্রেস শাসিত রাজ্যগুলি কেন্দ্রীয় সরকারের তুলনায় বেশি পরিমাণে তৎপরতা দেখিয়েছে। অনেকাংশে তারা পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট সহ অন্যান্য সুরক্ষা সরঞ্জাম ক্রয় করতে পেরেছে। প্রথম পর্যায় আইসোলেশন ওয়ার্ড ও কোরেন্টাইন সেন্টার তৈরিতে তৎপরতা দেখানোর ফলে সেই সকল রাজ্যগুলিতে করোনা পরিস্থিতি কিছুটা প্রতিহত করা গিয়েছে। তার দৃষ্টান্ত রয়েছে ছত্তিশগড় এবং রাজস্থানে।পরিস্থিতিতে খারাপ হতে চলেছে তা অনুমান করে ১৩ জানুয়ারি থেকেই নিজেদের মতন করে প্রস্তুতি নিতে শুরু করেছিল ছত্তিশগড়। তখন থেকেই পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট এবং এন ৯৫ মাস্ক ক্রয় করা শুরু হয়েছিল। ২৬ জানুয়ারিতে তৈরি করা হয় রেপিড রেসপন্স টিম। ওই মাসেই এয়ারপোর্ট গুলিতে স্ক্রীনিং এর কাজ শুরু হয়ে যায়। টেস্টিং নিউ পৃথক রণনীতি তৈরি করা হয়। এ ক্ষেত্রে এইমস সাহায্যের হাত বাড়িয়ে দেয়।