BRAKING NEWS

শুরু হাফলং-শিলচর জাতীয় সড়ক সংস্কারের কাজ

হাফলং (অসম), ২১ এপ্রিল (হি.স.) : লকডাউনের ৩০ দিনের মধ্যে হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজ মঙ্গলবার থেকে পুনরায় শুরু হল। কোভিড ১৯ সংক্রমণের ভয়বহতার প্রতি লক্ষ্য রেখে সমগ্র দেশ জুড়ে দ্বিতীয় পর্যায়ে লকডাউন চলছে। তবে মঙ্গলবার থেকে রাজ্যের গ্রিন জোন এলাকাগুলিতে লকডাউন কিছুটা শিথিল করায় পুনরায় হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার অংশের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাফলং প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিটের প্রকল্প সঞ্চালক কার্গে কামকি।

তিনি জানান, সরকারি নীতি নির্দেশিকা মেনেই সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। সড়ক নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার পরই তাঁদের লাগানো হয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখেই সড়ক সংস্কারের কাজ চলছে। কার্গে কামকি জানিয়েছেন, ডিমা হাসাও জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের কাছে পর্যাপ্ত মাস্ক মজুত না থাকায় সড়ক সংস্কারের কাজে যুক্ত নির্মাণ সংস্থাকে শ্রমিকদের জন্য মাস্কের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ কাজের সময় শ্রমিকদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

কার্গে কামকি জানিয়েছেন, বর্ষার আগে যাতে সড়ক সংস্কার সম্পূর্ণ করা যায় এই লক্ষ্যেই আজ থেকে কাজ শুরু করা হয়েছে। তবে জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কের মধ্যে তিন কিলোমিটার অংশে পিচের কাজ সম্পূর্ণ হয়েছে লকডাউন ঘোষণা হওয়ার আগেই। এই অবস্থায় বর্ষার মরশুমে যে কোনও ভাবেই গুরুত্বপূর্ণ সড়কটি সচল রাখার চেষ্টা করা হবে বলে দাবি করেছেন কার্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *