নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি. স.): খাদ্যশস্য থেকে স্যানিটাইজার তৈরির সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।
মঙ্গলবার নিজের টুইট বার্তায় তিনি লেখেন, লকডাউনের জেরে গরিবেরা ঠিকমতো করে খেতে পারছে না। এমন সময় খাদ্যশস্য দিয়ে স্যানিটাইজার তৈরীর কথা বলছে সরকার। আর কতদিন দেশের গরিবদের চেতনা নিদ্রিত হয়ে থাকবে। নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য আওয়াজ তোলার সময় হয়েছে তাদের বলে মনে করেন ওয়ানাডের এই সাংসদ।
মঙ্গলবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লেখেন, ভারতের গরিবরা কবে জাগবে। সরকার অভুক্ত মানুষদের চাল না দিয়ে তার থেকে স্যানিটাইজার বানিয়ে বড়লোকদের হাত ধোয়ার কাজ করে যাচ্ছে।
এদিন নিজের টুইট বার্তায় একটি খবরের লিংকও শেয়ার করেন রাহুল গান্ধী। সেখানে লেখা রয়েছে যে গুদাম ঘরে থাকা বাড়তি চাল দিয়ে স্যানিটাইজার তৈরীর জরুরি উপাদান ইথানল তৈরি করা হবে। স্যানিটাইজার তৈরি অন্যতম প্রধান উপাদান হল এই ইথানাল। সরকারের এই পদক্ষেপের এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে অভুক্তদের খাওয়ানোটা তারা অগ্রাধিকার দিচ্ছে না। বড়লোকেরা যাতে হ্যান্ড স্যানিটাইজার পায়, তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন।