নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি. স.): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে গেলেও তার সুফল থেকে বঞ্চিত ভারতবাসী বলে দাবি করা হয়েছে কংগ্রেসের তরফে। বিশ্ববাজারে পেট্রোল, ডিজেলের দাম কমার ফলে যে ফায়দা কেন্দ্রীয় সরকার তুলছে তার সুফল দেশবাসীর পাওয়া উচিত বলে মনে করে শতাব্দীপ্রাচীন এই দলটি।
মঙ্গলবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস মুখপাত্র পবন খেরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অপ্রত্যাশিত ও ঐতিহাসিক ভাবে কমে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আর অপরিশোধিত তেল কিনছেন না বলে এই পরিস্থিতি তৈরি হয়েছে।এই তেল মজুত করার ক্ষেত্রে হয়তো অসুবিধা হতে পারে।কিন্তু উৎপাদন কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। তাই দাম কমার এটি অন্যতম কারণ। ইরান থেকে তেল নেওয়া বন্ধ করে দিয়েছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখন সে তেল নিচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ার পর ভারত সরকার কেন তেল কিনতে চাইছে না। ভারতে তেল মজুত করার যথেষ্ট সুযোগ ও সুবিধা রয়েছে।
কংগ্রেসের মুখপাত্র আরও বলেন, বিগত ছয় বছরে কেন্দ্রীয় সরকার উৎপাদন শুল্ক ১২ বার বাড়িয়েছেন। এতে ২০ লক্ষ কোটি টাকা লাভ হয়েছে সরকারের। এই লভ্যাংশ সাধারণ মানুষের সাথে ভাগ করে নেওয়া উচিত। এখন মুনাফা করার সময় নয়। মানুষের পাশে দাঁড়ানোর সময় এটি। সময়ের চাহিদা মেনে সরকারের উচিত পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম কমিয়ে দেওয়া। খাদ্যশস্য দিয়ে স্যানিটাইজার তৈরি করার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে সরকার বড়ই নির্মম রসিকতা করছে। খাবার না পেয়ে নাজেহাল যখন মানুষ। তখন সেই খাদ্যশস্য দিয়েই স্যানিটাইজার তৈরি সিদ্ধান্ত নিয়েছে সরকার।