নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল ৷৷ বাংলাদেশে লকডাউন-এ বিধি লঙ্ঘন চলছে। সামাজিক দূরত্ব মানছেন না প্রতিবেশী দেশের মানুষ। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এই খবরে চিন্তিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীকে সতর্ক করলেন। মানবিকতার জন্য উদারতা যেন আমাদের দুর্বলতার কারণ না হয়, সাবধান করে দিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ কথা, চিকিৎসার জন্যও এ মুহূর্তে বাংলাদেশের কোনও আত্মীয়কে ত্রিপুরায় আসতে সহায়তা করবেন না।
সম্প্রতি, বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় (আগরতলার সীমান্তবৰ্তী জেলা) ধর্মগুরুর জানাজায় লাখো মানুষের উপস্থিতির খবর প্রকাশিত হয়েছে। ওই ঘটনায় বাংলাদেশে সংশ্লিষ্ট এলাকায় চারটি গ্রামকে পুরো কোয়ারেন্টাইন করা হয়েছে। সম্ভবত, ওই খবর শুনেই বিচলিত হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। কারণ, ত্রিপুরার তিন দিক দিয়ে ঘেরা রয়েছে বাংলাদেশ সীমান্ত। অবশ্য সীমান্তে কড়া পাহারা চলছে। ইতিমধ্যে বহু দিন ধরে ত্রিপুরাবাসীকে সতর্ক করছিলেন মুখ্যমন্ত্রী।
সোমবার এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় সমগ্র ত্রিপুরাবাসীকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। তাঁর কথায়, প্রতিবেশী বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র। কিন্তু বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরে জানতে পেরেছি, সেখানে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। তাঁর বক্তব্য, ওই খবর সত্যি হলে আমাদের জন্য খুবই দুঃশ্চিন্তার বিষয়। ফলে সর্বাবস্থায় আমাদের সাবধানে থাকতে হবে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমাদের সীমান্ত সুরক্ষার মাধ্যমে প্রহরী হয়ে করোনা রুখতে হবে। ওপার বাংলা থেকে কেউ যাতে আসতে না পারে, সে-বিষয়টি সুনিশ্চিত করতে হবে আমাদের সকলকে। তিনি ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বলেন, এমনও হতে পারে, বাংলাদেশে আমাদের কোনও আত্মীয় চিকিৎসার জন্য ত্রিপুরায় আসতে চাইছেন। কিন্তু এই মুহূর্তে তাঁদের সহায়তা করে বিপদ ডেকে আনা উচিত হবে না। তাঁর দাবি, আমি মানবতার বিরুদ্ধে নই। কিন্তু উদারতা আমাদের দুর্বলতার কারণ যেন না হয়। তাঁর সাফ কথা, কোনওভাবেই বাংলাদেশ থেকে কেউ যাতে ত্রিপুরায় আসতে না পারেন কঠোর হাতে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।