নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে গা ঢাকা দিল স্বামী৷ ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় আর কে পুর থানার অধীন মহারানীর কৃষ্ণভক্ত পাড়ায়৷ স্বামীর নাম পূর্ব হরি জমাতিয়া৷ স্ত্রী দুর্গা রানী জমাতিয়া (৪৫)৷
জানা গিয়েছে পারিবারিক বিবাদের জেরে এই হত্যাকান্ড৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে স্বামী আকন্ঠ মদ্যপান করে থাকে প্রতিদিন৷ কোন একটি বিষয় নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাদ হয় সোমবার সন্ধ্যায়৷ উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী৷