নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি. স.): লকডাউনকে সাফল্যমন্ডিত করে তুলতে রাজ্যগুলির সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে লকডাউন সফল করতে দেশের আইন মেনে চলা উচিত রাজ্যগুলির।
এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব পূণ্য সলিলা শ্রীবাস্তব জানিয়েছেন, ২০ এপ্রিল থেকে যেসব এলাকায় ছাড় দেওয়া হয়েছিল সেখানে ভাল ভাবেই কাজ চলছে। পরিযায়ী শ্রমিকদের কৃষি কাজের জন্য মোতায়েন করা হয়েছে। করোনা নিয়ে সচেতন গ্রামবাসীরা। তারা মাস্ক ও গামছা ব্যবহার করছে। লকডাউনের লক্ষ্য সফল হচ্ছে কিনা, তা দেখতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। এই প্রসঙ্গে রাজ্যগুলিকে চিঠি দিয়েছে কেন্দ্র। ২০০৫ এর জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনের মাধ্যমে দিশা নির্দেশ কঠোরভাবে পালন করতে রাজ্যগুলিকে বলেছে কেন্দ্র।