নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ সমগ্র দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লক ডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রত্থম দফায় ২১ দিনের লক ডাউনের শেষ দিন লক ডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বৃদ্ধির ঘোষণা করেন প্রধানমন্ত্রী৷ সমগ্র দেশের পাশাপাশি রাজ্যে লাগু রয়েছে লক ডাউন৷ দ্বিতীয় দফার লক ডাউনের পঞ্চম দিন অর্থাৎ রবিবার রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশ ও ট্রাফিক পুলিশ নজরদারি চালায়৷ লক ডাউনের মধ্যে বিনা প্রয়োজনে রাস্তার বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে৷
কিন্তু একাংশ মানুষ প্রায় প্রতিদিন বিনা প্রয়োজনে নানান অজুহাতে রাস্তায় বেরিয়ে পড়ছে৷ তাই লক ডাউন যেন সঠিক ভাবে পালন করা হয় তার জন্য রাজধানির একাধিক জায়গায় ট্রাফিক পুলিশ চেকিং-এ বসে৷ এইদিন যারা বিনা প্রয়োজনে বাইক বা গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়৷ আবার যারা বিনা ড্রাইভিং লাইসেন্সে বাইক বা গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছে তাদেরকে জরিমানা করা হয়৷ তবে এই দিন বিনা প্রয়োজনে লোকজন তেমন একটা রাস্তায় বের হয়নি৷ যাদের বিশেষ প্রয়োজন রয়েছে তারাই বাড়ি থেকে বের হয়েছে৷
কৈলাসহর সংযোজন ঃ দ্বিতীয় পর্যায়ে লকডাউন চলাকালীন অবস্থায় কৈলাশহর মহকুমার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখলেন ঊনকোটির জেলার পুলিশসুপার রতিরঞ্জন দেবনাথ ও টি এস আর – অষ্টম ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট আইপিএস সঞ্জয় দাস৷ রবিবার কৈলাশহর মহকুমার বিভিন্ন জায়গায় কর্তব্যরত পুলিশ ও জওয়ানদের সাথে কথা বলেন জেলা পুলিশ সুপার ও কমান্ড্যান্ট৷ মূলত লকডাউন চলাকালীন পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের সাথে সাথে টিএসআর জওয়ানরাও দায়িত্ব পালন করে চলেছে লকডাউনের প্রথম দিন থেকেই৷ সে ক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে কি কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে সে ব্যাপারে বিস্তারিত খতিয়ে দেখেন জেলা পুলিশ সুপার৷
আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে কৈলাশহর থানায় প্রতিক্রিয়া দিতে গিয়ে জেলা পুলিশ সুপার রতি রঞ্জন দেবনাথ বলেন লকডাউন এর প্রথম পর্যায়ের শেষে বর্তমানে দ্বিতীয় পর্যায় চলছে৷ আর সে ক্ষেত্রে প্রায় প্রতিদিনই নতুন নতুন নিয়ম সংযোজন হচ্ছে৷ সেই নতুন নিয়ম বা নতুন আইন সম্পর্কে কর্তব্যরত পুলিশ অফিসার জওয়ানরা অবগত আছেন কিনা বা তাদের নিয়ম পালন করতে কোন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিনা, সেসব ব্যাপারে তাদের সাথে খোলামেলা কথা বলা হয়৷ পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশগুলি সম্পর্কে কর্তব্যরত পুলিশ অফিসার জওয়ানকে অবহিত করা হয়৷ জেলা পুলিশ সুপার ঊনকোটি জেলার সাধারণ মানুষকে আবেদন জানান যাতে নির্দিষ্ট নিয়ম পালন করে সবাই প্রশাসনকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়৷
লিয়ামুড়া সংযোজন ঃ সকলে যেন লক ডাউনকে সঠিকভাবে মানে তার জন্য অন্যান্য দিনের ন্যায় রবিবারও তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জায়গায় যান বাহন চেকিং-এ বসে মহকুমার ট্রাফিক পুলিশ৷ এইদিন যে সকল মানুষ বিনা প্রয়োজনে যান বাহন নিয়ে রাস্তায় বেরিয়েছে তাদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়৷ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মানুষকে সচেতন করা হয়৷ তবে এইদিন ট্রাফিক পুলিশের চেকিং-এর সময় এক সরকারী কর্মীকে আটক করা হয়৷ এই সরকারী কর্মী বিনা ড্রাইভিং লাইসেন্সে বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পরে৷ এইদিন জেলার ট্রাফিক ডি.এস.পি- র নেতৃত্বে তেলিয়ামুড়ার বিভিন্ন জায়গায় যান বাহন চেকিং করে ট্রাফিক পুলিশ৷ জেলা ট্রাফিক ডি.এস.পি জানান লক ডাউন চলছে৷ কিন্তু কিছু মানুষ প্রয়োজনে বাড়ি থেকে বের হচ্ছে৷ আবার কিছু কিছু মানুষ বিনা প্রয়োজনে রাস্তায় বের হচ্ছে৷ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছে৷ কিন্তু তারপরও কিছু কিছু মানুষ রয়েছে যারা নিয়ম মানছে না৷