নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ শ্রীনগর থানা এলাকার উড়িয়া পাড়ায় এক মহিলা ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ ওই মহিলার নামে পুতুল নায়েক৷ বাড়ির শৌচালয়ে ফাঁসিতে আত্মহত্যা করে বলে জানা গেছে৷ রবিবার স্থানীয় মানুষজন শ্রীনগর থানায় খবর পাঠালে পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে৷
স্থানীয় সূত্রে জানা গেছে ওই মহিলা অনেকদিন ধরেই মানসিকভাব অবসাদগ্রস্থ ছিল৷ পুলিশ এব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করেছে৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতলে মর্গে পাঠানো হয়েছে৷