ত্রিপুরায় ৩ মে পর্যন্তই লকডাউন, কেবল কিছু ক্ষেত্রে ছাড় : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ ২০ এপ্রিল থেকে লকডাউন উঠছে না, শুধুমাত্র দেশে করোনা মহামারি প্রতিরোধে যে সমস্ত অঞ্চল গ্রিন জোনে রয়েছে তাতে কিছুটা নিয়ম-কানুনে শিথিলতা আসবে। ত্রিপুরায় লকডাউন চলবে ৩ মে পর্যন্ত। রবিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ভিডিও বার্তায় এ কথা জানিয়ে বলেন, লকডাউন সম্পর্কে কেন্দ্রীয় সরকারের নীতি নির্দেশিকায় ত্রিপুরা গ্রিন জোনে রয়েছে। তাই ২০ এপ্রিল থেকে রাজ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু কিছু ক্ষেত্রে কাজকর্ম জারি রাখার সুযোগ দেওয়া হবে। ছোট ইন্ডাস্ট্রি, ছোট দোকান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ, নির্মাণ কাজের মতো বিষয়গুলিতে কেন্দ্রীয় সরকারের যাবতীয় নীতি নির্দেশিকা মেনে কাজ করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারিতে বিএসএফ এবং পুলিশকে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এ-কাজে সীমান্ত এলাকার নাগরিকদের আরও বেশি সতর্ক থাকার আহ্বান রাখেন তিনি। এদিকে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সামাজিক দূরত্ব লঙ্ঘনের খবরে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশ সীমান্তের যে এলাকাগুলিতে বর্ডার ফেন্সিং নেই, সেই সব জায়গাগুলিতে বিএসএফের সাথে এলাকাবাসীকে নজরদারিতে সহযোগিতার আহ্বান রাখেন তিনি।

গত ২২ মার্চ প্রধানমন্ত্রীর আহ্বানে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ত্রিপুরাবাসী জনতা কার্ফু পালন করেছেন, ৩ মে পর্যন্ত সেভাবেই লকডাউনের নীতি নির্দেশিকা ত্রিপুরাবাসী মেনে চলবেন বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি সবাইকে আরও কিছুদিন ধৈৰ্যের পরীক্ষা দেওয়ার আবেদন রাখেন। মুখ্যমন্ত্রী বলেন, “১৩০ কোটির দেশ এমন শৃঙ্খলায় থাকা পুরো দুনিয়ায় উদাহরণ নেই।” ধীরে ধীরে লকডাউন উঠে গেলে রাজ্যবাসীর পরামর্শমতো সরকার কাজ করবে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আবারো রাজ্যবাসীর উদ্দেশ্যে সবাইকে লকডাউনের নীতি নির্দেশিকা মেনে চলার আহ্বান রাখেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *