নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ এপ্রিল৷৷ শনিবার গভীর রাতে আমতলী থানাধীন কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায় ১০ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ প্রাকৃতিক কাজ করতে ঘরের বাইরে যায়৷ এই সুযোগে মতিনগর এলাকার এক যুবক উশৃংখল ব্যক্তি সেই গৃহবধূর ঘরে প্রবেশ করে৷ পরবর্তী সময়ে গৃহবধূ বিষয়টি টের পায়৷


অভিযোগ তখনই গৃহবধূর মুখে চাপা দিয়ে ধর্ষণের চেষ্টা করে৷ তার চিৎকারে গৃহবধূর শাশুড়ি এগিয়ে আসলে গৃহবধুর গলায় ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মারার চেষ্টা করে সেই যুবক৷ গৃহবধুর মাথায় আঘাত করলে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে৷ তাছাড়া গৃহবধূর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে৷ পরে রবিবার প্রভাবশালী ওই ব্যক্তির বিরুদ্ধে আমতলী থানায় মামলা করা হয়৷ ঘটনাস্থলে যায় পুলিশ৷ এদিকে এলাকাবাসীর পক্ষ থেকে কঠোর শাস্তির দাবি তুলেছে৷ জানা যায় গৃহবধূর স্বামী সৌদি আরবে থাকেন৷ বর্তমানে অভিযুক্ত ব্যক্তি পলাতক৷ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে৷ গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *