BRAKING NEWS

আংশিক বাণিজ্য সম্মতি মহারাষ্ট্র সরকারের

মুম্বই, ১৯ এপ্রিল (হি. স.):  মহারাষ্ট্রের গ্রীন ও অরেঞ্জ জোনে আংশিক ভাবে ব্যবসা-বাণিজ্যের কাজ শুরু করা যেতে পারে বলে রবিবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।দোকান খুলে আসবাব পরিষ্কার করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সার্বিকভাবে গোটা রাজ্যে লকডাউন ৩ মে পর্যন্ত চলবে।রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর জানিয়েছেন যে এই সকল শ্রমিকদের ভয় পাওয়ার কিছু নেই।কেন্দ্রের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে রাজ্যের। পরিস্থিতি স্বাভাবিক হলেই পরিযায়ী শ্রমিকদের তাদের গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

রবিবার রাজ্যবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে উদ্ধব ঠাকরে জানিয়েছেন, করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছে গোটা মহারাষ্ট্র। এই লড়াই কবে শেষ হবে তার অপেক্ষায় সাধারণ মানুষের মতন তিনি নিজেও রয়েছেন। যে কোনো ধরনের অসুস্থতা লুকাবেন না। অসুস্থ হলে তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে যান। শনিবার পর্যন্ত গোটা রাজ্যে ৬৭৮০০ জনের লালারসের নমুনা পরীক্ষা করে দেখা হয়েছে। তার মধ্যে ৯৫ শতাংশ নেগেটিভ পাওয়া গিয়েছে।৩৬০০ টি টেস্ট পজিটিভএর  মধ্যে ৫২ জনের অবস্থা আশঙ্কাজনক। ৩৫০ বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। ২০০ বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, করোনা থেকে বাঁচার জন্য সামাজিক দুরত্ব বজায় রাখাটা একান্ত জরুরি। একইভাবে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো উচিত। এখনও পর্যন্ত যারা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তাদের মধ্যে বেশির ভাগই শেষ পর্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনার পরীক্ষার জন্য যে সময়টা রাখা প্রয়োজন তার মধ্যে অনেকের মৃত্যু হয়েছে। তাই অসুস্থ হলেই হাসপাতালে এসে চিকিৎসা করানো উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *