BRAKING NEWS

লকডাউনে বিশেষ ছাড় পেতে মেনে চলতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক গুচ্ছ নির্দেশিকা

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি. স.):   দেশজুড়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে কয়েকটি ক্ষেত্রকে লকডাউনের থেকে বিশেষ ছাড় দিয়েছে সরকার। সেই জন্য সোমবার থেকে কয়েকটি অফিস ও কারখানা খুলছে।এই তালিকায় বেসরকারি সংস্থাও রয়েছে। অফিসে বেরোনোর পথে কেউ যাতে করোনায় না আক্রান্ত হয় সেজন্য দিক নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রের তরফ থেকে আহ্বান করা হয়েছে এই দিক নির্দেশ যারা কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তাদের মেনে চলতে হবে।
করোনা মহামারী থেকে বাঁচতেই এই দিক নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল, অফিসে যাতে কর্মীরা আসতে পারে তার ব্যবস্থা কোম্পানিগুলো কি করতে হবে। ৩০ থেকে ৪০ শতাংশ যাত্রী যাতে বসতে পারে এমন প্যাসেঞ্জার ভেহিকেলে করে কর্মীদের আনতে হবে। অফিসে ঢোকার আগেই সমস্ত গাড়ি ও কর্মীর সঙ্গে থাকা যাবতীয় জিনিসপত্রকে শোধন করতে হবে। অফিসে কাজ করার সকল কর্মীদের মেডিকেল ইন্সুরেন্স করাতে হবে। অফিসে যারা ডুকছে ও বের হচ্ছে তাদের প্রত্যেকে থার্মাল স্ক্রিনিং করা বাধ্যতামূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *