ভোপাল, ১৯ এপ্রিল (হি. স.): করোনার দৌরাত্ম্য অব্যাহত মধ্যপ্রদেশের ভোপালে। ভোপালে এক ৯ দিনের সদ্যোজাত শরীরে পাওয়া গেল করোনার সংক্রমণ। ওই সদ্যোজাত সহ সব মিলিয়ে নতুন করে ভোপালে আক্রান্ত সংখ্যা ১২। ভোপালের মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডা: প্রভাকর তিওয়ারি জানিয়েছেন, এখনও পর্যন্ত ভোপালে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫।
ডা: প্রভাকর তিওয়ারি জানিয়েছেন, রবিবার নতুন করে ১২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। এর মধ্যে এক ৯ দিনের সদ্যোজাত শিশুও রয়েছে। এ ছাড়াও ১১ বছরের এক নাবালকের শরীরে করোনা পাওয়া গিয়েছে। সাই বাবা নগরের ১০ জনের শরীরে মারণ এই রোগে ভাইরাস মিলেছে। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫।মধ্যপ্রদেশের রাজধানী শহর ভোপালে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২। ডা: প্রভাকর তিওয়ারি আরও জানিয়েছেন, শনিবার পর্যন্ত পরীক্ষার জন্য ১৬৬৩ স্যাম্পল দিল্লি পাঠানো হয়েছে।