ঢাকা, ১৮ এপ্রিল (হি. স.): বাংলাদেশে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে করোনা ভাইরাস। গত ২৪ ঘন্টায় তিনশো জনেরও বেশি করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। এই অবস্থায় শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় এক ধর্মীয় গুরুর শেষকৃত্যে হাজার হাজার মানুষের জমায়েতের ঘটনা ঘটেছে। কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিলেন সেখানে। ইতিমধ্যে সেখানের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যা দেখে রীতিমত চমকে উঠছেন সাধারণ মানুষ।
ইতিমধ্যে গোটা ঢাকাকে ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করেছে হাসিনা সরকার। ঘোষণা করা হয়েছে লকডাউন। খুব একটা দরকার ছাড়া বাইরে না বের হওয়ার জন্যে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকেও।তবে তাতেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ বাংলাদেশ প্রশাসন। সমস্ত নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বিশাল ধর্মীয় জমায়েত। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় এক ধর্মীয় বক্তা-গুরু শেষকৃত্যে হাজার হাজার মানুষের জমায়েতের ঘটনা ঘটেছে। কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিলেন সেখানে। ইতিমধ্যে সেখানের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যা দেখে রীতিমত চমকে উঠছেন সাধারণ মানুষ। এই ঘটনার পর বাংলাদেশে কমিউনিটি ট্রান্সমিশনের আতঙ্ক আরও বেড়ে গেছে ।