নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ মাস্ক না পরলে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস দেওয়া হবে না৷ ফলে, ত্রিপুরায় এখন থেকে পেট্রোল পাম্পে কিংবা গ্যাস এজেন্সিতে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ ত্রিপুরার খাদ্যমন্ত্রী মনোজকান্তি দেব বলেন, বাইরে বের হলেই মাস্ক বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার৷ তাই পেট্রোল পাম্প এবং গ্যাস এজেন্সিতে মাস্ক ছাড়া গেলে খালি হাতেই বাড়ি ফিরতে হবে গ্রাহকদের৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ মেনে ত্রিপুরা সরকার জনবহুল স্থান, কর্মক্ষেত্র এবং রাস্তায় যাতায়াতের সময় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে৷ কারণ, করোনা মোকাবিলায় মাস্ক ভীষণ উপকারি বলে মনে করা হচ্ছে৷ ফলে, ত্রিপুরার খাদ্য দফতরও মাস্ক পরার বিষয়েই জোর দিয়েছে৷
শুক্রবার রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ দেব বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় মাস্ক পরা অনেকটাই নিরাপদ৷ সে-ক্ষেত্রে জনসচেতনতাও বাড়ানো খুবই প্রয়োজন৷ তিনি বলেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশে সমস্ত রাজ্যকে করোনা মোকাবিলায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে৷ সেই নির্দেশ মেনে ত্রিপুরা সরকারও ব্যবস্থা নিয়েছে৷ তাই, খাদ্য দফতর সে-বিষয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে৷ তাঁর কথায়, আজ থেকে ত্রিপুরার সমস্ত পেট্রোল পাম্পে পেট্রোল কিংবা ডিজেল নিতে গেলে মাস্ক পরে যেতে হবে সংশ্লিষ্ট গ্রাহকদের৷ মাস্ক ছাড়া কেউ গেলে তাঁকে পেট্রোল কিংবা ডিজেল দেওয়া হবে না৷ সাথে তিনি যোগ করেন, রান্নার গ্যাস সিলিন্ডার নেওয়ার ক্ষেত্রেও মাস্ক পরে যাওয়া বাধ্যতামূলক করা হয়েছে৷ মাস্ক ছাড়া কেউ গেলে তাঁকেও সিলিন্ডার দেওয়া হবে না৷
ইতিমধ্যেই আগরতলার পেট্রোল পাম্পগুলিতে এ-সংক্রান্ত নোটিশ টাঙানো হয়ে গেছে৷ শুধু তা-ই নয়, মাস্ক ছাড়া পেট্রোল নেওয়ার জন্য যাঁরাই যাচ্ছেন, তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে৷ এই উদ্যোগকে পেট্রোল বিক্রেতা এবং ক্রেতা উভয়েই সাধুবাদ জানিয়েছেনঊ তাঁদের বক্তব্য, করোনা মোকাবিলায় সমস্ত পদক্ষেপে আমাদের সম্মতি রয়েছে৷ মাস্ক ছাড়া পেট্রোল না দেওয়ার উদ্যোগ খুবই সময়োপযোগী বলে দাবি করেছেন জনৈক গ্রাহক৷