নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৭ এপ্রিল৷৷ পার্শবর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন শিবেরগোল এলাকায় পাশবিক ঘটনা৷এক নরপশুর লালসার শিকার নাবালিকা কন্যা৷এলাকা জুড়ে টানটান উত্তেজনা৷চলিত লকডাউনের মধ্যেই করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন শিবেরগোলে ঘটে গেল এক পাশবিক জঘন্যতম নাবালিকা ধর্ষণ জনিত ঘটনা৷এ ঘটনায় এলাকা জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে৷ঘটনার পর পুলিশ তদন্তে নেমে এ কান্ডে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে৷ পাশাপাশি ধর্ষিতাকে উদ্ধার করে মেডিকেল চেকআপের জন্য করিমগঞ্জ সিভিল হসপিট্যালে প্রেরণ করেছে৷
জানা গেছে শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে তিনটা নাগাদ স্থানীয় পঞ্চম শ্রেণীর পড়ুয়া এক নাবালিকা কন্যা শিবেরগোল মহাবীর পাব্লিক হাইসুকলের সম্মুখের এক মোদীর দোকান থেকে কিছু একটা কিনতে গেলে ঘটে বিপত্তি৷এ সময়ে নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে দোকান মালিক মুন্না কানু(৫১) উক্ত নাবালিকাটিকে বলপূর্বক ভাবে ধর্ষণ করে বলে অভিযোগ৷এদিকে ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে সবকিছু নিজের মাকে খুলে বললে বিষয়টি তাৎক্ষনিক ভাবে সর্বত্র জানা জানি হয়ে যায়৷এতে গোটা এলাকা জুড়ে প্রতিবাদের আগুন ঝলসে পড়ে৷পরে বিষয়টি নিয়ে স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত মুন্নার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন৷
এমন খবরে দলবল নিয়ে সরজমিনে তদন্তে নামেন বাজারিছড়া থানার ওসি নির্মলকান্তি দে৷তিনি এসে নানা কসরৎ করে অভিযুক্তকে পাঁকড়াও করতে সক্ষম হন৷এদিকে বিষয়টি নিয়ে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার অন্যতম সদস্য তরুণ সিনহা জানান যে এমন পাশবিক ঘটনায় জড়িত ব্যাক্তিকে কিছুতেই ছাড় দেওয়া যায় না৷ওদের মত লোক গোটা সমাজ ও জাতীর কাছে এক কলঙ্ক৷তার উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন তিনি৷অন্যতায় নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার কর্মিরা গনতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনের পথে পা বাঁড়াতে প্রস্তুত বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন৷
এ মর্মে ওসিকে প্রশ্ণ করলে তিনি জানান যে পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে আটকের পাশাপাশি ধর্ষিতাকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হসপিট্যালে ভর্তি করেছেন৷আগামিকাল অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে৷মেডিকেল রিপোর্ট হাতে আসার পরই পুলিশ পরবর্তি পদক্ষেপ গ্রহন করবে৷এদিকে এ ঘটনায় অভিযুক্ত মুন্না কানুর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি৷তবে জানা গেছে মুন্না কানু বিবাহিত এবং নিজের এক কন্যা সন্তানকে বিয়েও করিয়েছে৷তাই স্বাভাবিক ভাবে এই বয়ষে মুন্নার এমন কান্ডকে এলাকার জনগন ধিক্কার জানিয়েছেন৷এদিকে এ ঘটনায় যাতে দুটি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা না ছড়ায় সেজন্য অকুস্থলে পুলিশ মুতায়েন করা হয়েছে৷বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকার খবর পাওয়া গেছে৷