ওদালগুড়ি (অসম), ১৮ এপ্রিল (হি.স.) : মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল শনিবার ওদালগুড়িতে এসে জেলার কোভিড-১৯ সংক্রমণ প্ৰতিরোধে প্রশাসনিক প্ৰস্তুতি পৰ্যবেক্ষণ করেছেন। জেলার সার্বিক পরিস্থিতি পৰ্যালোচনা করে সোনাইগাঁও কোয়ারেন্টাইন সেন্টার পরিদৰ্শন করে সন্তোষ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।
সোনাইগাঁও কোয়ারেন্টইন সেন্টার পরিদৰ্শন করে মুখ্যমন্ত্রী সনোয়াল বলেন, রাজ্য সরকার করোনা ভাইরাস প্ৰতিরোধে প্ৰয়োজনীয় যাবতীয় ব্যবস্থা গ্ৰহণ করেছে। তাই অসমে করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ বিজয়ী হবে বলে দাবি করেছেন তিনি।
এদিকে, আজ জেলায় অবস্থিত চা বাগানগুলিতে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রমিকরা কাজ করছেন দেখেও সন্তোষ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। সামাজিক দূরত্বের পাশাপাশি মাস্ক পরার ওপর গুরুত্ব প্রদান করেছেন। এরই পরিপ্রেক্ষিতে তিনি চা শ্ৰমিকদের জন্য আজ ৫০ হাজার মাস্ক দিয়েছেন।
এখানে উপস্থিত সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন রাজ্যে আটক অসমের বাসিন্দাদের সুরক্ষাজনিত বিষয়ে নজর দিতে তিনি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোনে কথা বলেছেন। এর মধ্যে গুজরাট, মহারাষ্ট্ৰ, কৰ্ণাটক, কেরালা ইত্যাদি রাজ্য রয়েছে। ওদালগুড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্ৰী রিহন দৈমারি।