BRAKING NEWS

ধোনির পক্ষে জাতীয় দলে আরও কঠিন, মনে করেন আজহার

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি. স.): বিশ্বজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পক্ষে জাতীয় দলের হয়ে বাইশ গজে ফেরার বিষয়টিও আরও কঠিন হল । এমনটাই মনে করছেন জাতীয় দলে প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।

অতিমারী করোনার জেরে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে। একইসঙ্গে বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাইশ গজে ফেরার বিষয়টিও স্থগিত আপাতত। প্রায় ৯ মাস কার্যত স্বেচ্ছায় ক্রিকেট থেকে দূরে থাকা ধোনির কাছে আইপিএল ছিল নিজেকে প্রমাণের মঞ্চ। সেখানে প্রমাণ করে আসন্ন টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ করে নেওয়ার যেটুকু অবকাশ ছিল, আইপিএল না হলে বিশ্বকাপের দলে সুযোগ করে নেওয়ার কোনও সম্ভাবনাই আর থাকবে না ধোনির। স্বাভাবিকভাবেই আজ্জুর মতে বিশ্বকাপজয়ী অধিনায়কের পক্ষে জাতীয় দলের দরজা পুনরায় সহজ হবে না।

আজহারের কথায়, ‘ধোনি নিজের ব্যাপারে আমার চেয়ে ভালো বলতে পারবে যে ও কী চায় এবং সেটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এই মুহুর্তে পরিস্থিতি আশানরুপ নয় তাই আইপিএল আয়োজন করা যাচ্ছে না। সবকিছু স্বাভাবিক হতে নিশ্চিতভাবে কিছুটা সময় লাগবে।’ আজহার অবশ্য ধোনির জাতীয় দলে ফেরার বিষয়টা নির্বাচকদের উপরেই ছেড়ে দিচ্ছেন।

আজহার জানিয়েছেন, ‘নির্বাচকরা জাতীয় দলে ডাকার আগে অবশ্যই আগের ধোনির পারফরম্যান্সের দিকে নজর দেবেন। সেদিক থেকে ধোনির পক্ষে ম্যাচ খেলা খুবই জরুরি। কারণ তুমি যত বড় ক্রিকেটারই হও ম্যাচ খেলা ভীষণ গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করা সহজ নয়। মনে রাখত হবে প্র্যাকটিস আর ম্যাচ খেলার মধ্যে অনেক ফারাক।’
উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনাল থেকে টিম ইন্ডিয়ার প্রস্থানের পর বাইশ গজে দেখা মেলেনি ধোনির। তবে আইপিএলের প্রাক-মরসুম প্রস্তুতিতে দারুণ ছন্দে ছিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। মনে করা হচ্ছিল ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেকে প্রমাণ করেই আসন্ন বিশ্বকাপের দলে সুযোগ করে নেবেন মাহি। কিন্তু করোনার জেরে সমস্তকিছুই এখন অনিশ্চয়তার কালো মেঘে ঢেকে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *