নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): করোনা পরিস্থিতিতে দেশে অর্থের যোগান বাড়াতে রিজার্ভ ব্যাঙ্কের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । শুক্রবার টুইটারে লেখেন, এই পদক্ষেপ দেশের আর্থিক উন্নয়নের পক্ষে উপযোগী হবে ।
করোনা সংক্রমণের ফলে দেশের টালমাটাল আর্থিক পরিস্থিতিতে ৫০ হাজার কোটি টাকার ঋণের যোগান বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। সেইসঙ্গে কমানো হয়েছে রিভার্স রেপো রেটও। রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের পরে টুইট করে মোদী লেখেন, “আজ রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণা দেশে অর্থের যোগান বাড়াবে। এই পদক্ষেপের ফলে আমাদের দেশের ছোট ব্যবয়ায়ী, চাষি ও গরিবদের সাহায্য হবে। এর ফলে রাজ্যগুলিরও অনেক সাহায্য হবে।”
মারণ করোনা ভাইরাসের হানায় টালমাটাল অবস্থা বিশ্ব অর্থনীতির। করোনার প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতির উপরও। এমন সঙ্কটময় মুহূর্তে দেশের অর্থনৈতিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তার জন্য বিভিন্ন পদক্ষেপ করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। শুক্রবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, অপরিবর্তিত থাকছে রেপো রেট। রিভার্স রেপো ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। ৪ বেসিস পয়েন্ট থেকে কমে রিভার্স রেপো রেট দাঁড়াল ৩.৭৫ পয়েন্ট। আবাসন শিল্পে ১০ হাজার কোটির প্যাকেজ ঘোষণা করেছেন শক্তিকান্ত দাস। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৫০ হাজার কোটির প্যাকেজ ঘোষণা করা হয়েছে।