BRAKING NEWS

করোনামুক্ত হল অরুণাচল, শুক্রবার ছুটি পেলেন একমাত্র রোগী আবদুল

ইটানগর (অরুণাচল প্রদেশ), ১৭ এপ্রিল (হি.স.) :  অরুণাচল প্ৰদেশে কোভিড-১৯ আক্ৰান্ত একমাত্ৰ রোগী আবদুল খান তালুকদারকে শুক্রবার তেজু জেলা হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। গত ২ এপ্ৰিল লোহিত জেলার মেডো এলাকার বাসিন্দা আবদুল খান তালুকদার (৩১)-এর শরীরে কোভিড-১৯ নোভেল ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। এর পর থেকে তাকে রাখা হয়েছিল তেজু জেলা সরকারি হাসপাতালে।

তবে আগামী ১৪ দিন তাকে তার বাড়িতে নিভৃতবাসে থাকার নির্দেশ দিয়েছেন ডাক্তাররা। ওই সময়কালে তাঁর স্বাস্থ্যের ওপর নজর রাখা হবে, জানা গেছে হাসপাতাল সূত্রে। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সময় আবদুলকে একটি হাতঘড়ি উপহার দিয়েছেন ডাক্তাররা।

প্রসঙ্গত আব্দুল তালুকদার গত ১৬ মাৰ্চ দিল্লিতে নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে যোগ দিয়েছিলেন। গত ২ এপ্রিল তাঁর শরীরে করোনার উপস্থিতির কথা লাহোয়ালের আইসিএমআর পরীক্ষাগারে নিশ্চিত হয়েছিল। রাজ্যে নিজামউদ্দিন ফেতর ৫৮ জনের লালা ও রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে সকলের রেজাল্ট নেগেটিভ এসেছে। মুখ্যমন্ত্ৰী খান্ডু জানান, আবদুল খানকে করোনা-মুক্ত বলে ঘোষণা করার পর রাজ্য এই মারণ সংক্রমণের হাত থেকে আপাতত রেহাই পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *