উদয়পুরে বাইক আরোহীকে মারধর, সাসপেন্ড টিএসআর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল ৷৷ লকডাউনে পথচারীকে বেধড়ক মারধরের ঘটনায় জনৈক টিএসআর জওয়ানকে বরখাস্ত করা হয়েছে৷ সাথে ওই ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে৷ ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম শাখা তাদের ফেসবুক বার্তায় এই খবর জানিয়েছে৷


প্রসঙ্গত, জাতীয় সড়কের ওপর এক মহিলার সামনে জনৈক সুকটি চালককে টিএসআর জওয়ানের বেধড়ক মারধরের ভিডিও ফেসবুক-এ ছড়িয়ে পড়ে৷ ওই ঘটনার সত্যতা খুঁজে পেয়ে সংশ্লিষ্ট টিএসআর জওয়ানকে বরখাস্ত করেছে ত্রিপুরা সরকার৷ এ-বিষয়ে খুঁজ নিয়ে জানা গেছে, গত পরশু সকাল ৮-টা নাগাদ গোমতি জেলা সদর উদয়পুরে রমেশ চৌমুহনি এবং সোনামুড়া চৌমুহনির মাঝে চিড়ার মিল সংলগ্ণ অযাচক মোটর ড্রাইভিং সুকলের পাশে জাতীয় সড়কে দৈনন্দিন বাজার করে ফিরছিলেন দম্পতি৷ সকাল ৮ টা নাগাদ ওই এলাকায় কর্তব্যরত টিএসআর জওয়ান তাদের পথ আটকান এবং কাগজপত্র দেখাতে বলেন৷ তার পরই টিএসআর জওয়ান সুকটি চালককে তাঁর স্ত্রীর সামনে লাঠি দিয়ে মারতে শুরু করেন৷ সমস্ত ঘটনা দূর থেকে কোনও অজ্ঞাত ব্যক্তি রেকর্ড করেন এবং ফেসবুকে ছড়িয়ে দেন৷


ওই ঘটনায় ত্রিপুরা সরকারের পুলিশ প্রশাসন ওই টিএসআর জওয়ানকে চিহ্ণিত করেছে এবং তাকে সাময়িক বরখাস্ত করেছে৷ পাশাপাশি ঘটনার তদন্তও শুরু করেছে৷