নিজস্ব প্রতিনিধি, বাইখোড়া, ১৫ এপ্রিল৷৷ বাইখোড়ার মনাদাস পাড়ার বাসিন্দা নিখোঁজ রতন পালের খোঁজ মিললো বুধবার৷ গত ৪দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷ শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার মনাদাস পাড়ার বাসিন্দা রতন পাল গত শনিবার সাব্রুম মহকুমায় উনার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়৷
কিন্তু জানা যায়, উনি উনার শ্বশুর বাড়িতে পৌঁছাননি৷ অনেক খোঁজাখোঁজির পরও রতন পালকে পাওয়া যায়নি৷ অবশেষে বুধবার উনার পরিবারের লোকজন জানতে পারে রতন পাল সাব্রু মহকুমার মনু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরে আছে৷ জানা যায়, রাস্তা থেকে আহত অবস্থায় দমকল বাহিনীর লোকজন রতন পালকে মনু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রেখে আসেন৷ সেখানে রোগীর সঙ্গে পরিবারের কেউ না থাকার কারণে কর্তব্যরত চিকিৎসক উনাকে কোনোপ্রকার চিকিৎসা না করিয়ে বাইরে রেখেছেন৷ অবশেষে বুধবার উনার পরিবারের লোকজন এই কথা জানতে পেরে আহত ব্যক্তিকে মনু হাসপাতাল থেকে জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে৷
সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক দেখে গোমতী জেলা হাসপাতালে রেফার করে৷ এইদিকে আহতের পরিবারের লোকজনদের দাবি পরিকল্পিত ভাবে রতন পালকে হত্যার চেষ্টা করা হয়েছে৷ এই অভিযোগ নিয়ে পরিবারের লোকজন বাইখোনা থানার দ্বারস্থ হন৷ এখন দেখার বিষয় পুলিশ ঘটনার সুষ্ঠ তদন্তে কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ কিভাবে ঘটনা ঘটেছে সে বিষয়ে ক্লু মিলেনি৷