নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল ৷৷ রাজ্যের প্রতিষ্ঠিত আইনজীবী শেখর দত্ত বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ প্রয়াত শেখর দত্ত ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য ছিলেন৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা রাজ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ উল্লেখ্য, মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র পুত্র সহ অগণিত গণমুগ্দ আত্মীয়স্বজনদের রেখে গেছেন তিনি৷ পরিতাপের বিষয় হল মৃত্যুকালে তার স্ত্রী এবং পুত্র বহির্রাজ্যে কলকাতায় রয়েছে৷ লকডাউন চলার কারণে তারা শেষকৃত্যানুষ্ঠানে আসতে পারেননি৷ রাজ্যের বিশিষ্ট আইনজীবী শেখর দত্ত বুধবার তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন৷
তার অকাল মৃত্যুতে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ সমাজের বিভিন্ন অংশের মানুষজন গভীর শোক ব্যক্ত করেছেন৷ খবর পেয়ে বিশিষ্টজনেরা প্রয়াতের বাড়িতে গিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ বিজেপি’র রাজ্য সভাপতি ড. মানিক সাহা, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের চেয়ারম্যান দীপক কুমার মজুমদার, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক প্রমুখ প্রয়াতের বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন৷
শিক্ষামন্ত্রী রতন লাল নাথ তার শোকবার্তায় বলেন, প্রয়াত শেখর দত্ত ছিলেন দেওয়ানি মামলার একজন বিশিষ্ট আইনজীবী৷ তার অকাল মৃত্যুতে পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি৷ রতনবাবু বলেন, প্রয়াত শেখর দত্ত ছিলেন মৃদু ভাষী সবসময় হাসিখুশিতে থাকতেন৷ স্ত্রী ও পুত্রের অনুপস্থিতিতে বটতলা মহাশ্মশানঘাটে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়৷ তার মৃত্যুতে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন মহল থেকে গভীর শোক ব্যক্ত করা হয়েছে৷