নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): লকডাউনের মধ্যে যে সকল যাত্রী বিমানের টিকিট কেটেছিলেন, তাঁরা টিকিটের পুরো টাকায় ফেরত পাবেন৷ বিমান সংস্থাগুলিকে বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে অসামরিক বিমান চলাচল মন্ত্রক৷
অসামরিক বিমান চলাচল মন্ত্রকের নির্দেশে প্রথম দফায় লকডাউনের মধ্যে যে সকল যাত্রী বিমানের টিকিট কেটেছিলেন, তাঁরা টিকিটের পুরো টাকায় ফেরত পাবেন৷ বিমান সংস্থাগুলিকে বৃহস্পতিবার অসামরিক বিমান চলাচল মন্ত্রক নির্দেশ দিয়েছে, যে সকল বিমান যাত্রী ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিলের মধ্যে টিকিট কেটেছেন এবং তাঁদের বিমানে ওঠার তারিখ যদি ৩ মে-এর মধ্যে হয়, তাহলে সেই সকল যাত্রীরা টিকিটের পুরো অর্থই ফেরৎ পাবেন৷
এর আগে কিছু যাত্রী সোশাল মিডিয়ায় অভিযোগ করেছিলেন যে, কিছু ডোমেস্টিক এয়ারলাইন্স টিকিটের টাকা ফেরৎ দিতে চাইছে না৷ বিমান সংস্থার তরফে বলা হয়েছে এই টাকা ভবিষ্যতে টিকিটের সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হবে৷ কিন্তু এদিন অসামরিক বিমান চলাচল মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়, অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উভর ক্ষেত্রেই ক্যানসেলশনের তিন সপ্তাহের মধ্যেই বিমান সংস্থাকে টিকিটের পুরো টাকা যাত্রীদের ফেরৎ দিতে হবে৷ তাও আবার কোনও ক্যানসেলশন চার্জ ছাড়াই৷